Terms and Conditions

This Agreement was last modified on 18 February 2025.

সন্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিজিটাল ব্রিজ কাস্টমারকে বিভ্রান্ত করার ইচ্ছায় কাজ করেনা কাস্টমার সেবা প্রদান করার জন্য কাজ করে। প্রডাক্ট অর্ডার করার পূর্বে Terms and Conditions পড়ুন!

  • যারা Cash on delivery অর্ডার করেন, তারা আমাদের শোরুম থেকে প্রডাক্ট নিয়ে যেতে পারেন, অথবা হোম ডেলিভারিও নিতে পারেন।
  • ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ, লোকেশন অনুযায়ী ভিন্ন হতে পারে। তবে ডেলিভারি লোকেশন আমাদের আওতার মধ্যে হলে আমরা ফ্রিতেও ডেলিভারি করে থাকি।
  • ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে প্রডাক্ট ডেলিভারি করে থাকি। ডেলিভারি চার্জ সম্পূর্ণ কাস্টমার বহন করবে।
  • সন্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনলাইনে পেমেন্ট করার পূর্বে প্রডাক্ট স্টক এবং প্রাইজ অবশ্যই ফোন দিয়ে কনফার্ম করে তারপর অর্ডার করুন।

অন্যান্য যেকোনো সাহায্যের জন্য অনুগ্রহ করে যোগাযোগ করুন: +880 1706-662941 বা +880 1739-301549